লেখা পাঠান
বাংলা ভাষায় শখ বিষয়ক প্রথম অনলাইন ম্যাগাজিনে আপনাকে সু-স্বাগত! মানুষের নানাবিধ শখকে সকলের সামনে উপস্থাপন করার জন্য এটি একটি সুন্দর প্রচার মাধ্যম হবে বলে আমাদের বিশ্বাস। আর সেই প্রচার মাধ্যমের একজন শৌখিন অংশীদার হতে চাইলে আপনিও পারেন শখ বিষয়ক আপনার যেকোনো লেখা প্রেরণ করতে।
লেখার বিষয়সমূহঃ
- যেকোনো শখ বিষয়ক তথ্যমূলক নিবন্ধ
- নিজের সংগ্রহ বা সংগ্রহের অভিজ্ঞতা
- স্থানীয় মানুষের শখ নিয়ে প্রতিবেদন
- শখ নিয়ে পরামর্শমূলক নিবন্ধ
- ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক আলোচনা-পর্যালোচনা
- ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতা
লেখা পাঠানোর নিয়মাবলিঃ
- ই-মেইলে লেখকের পূর্ণ নাম লিখতে হবে
- লেখার বিষয় উল্লেখ করতে হবে
- লেখাটি সরাসরি ই-মেইলের ম্যাসেজ বক্সে বা শুধুমাত্র ওয়ার্ড ফাইলে প্রেরণ করতে হবে
- ছবি যুক্ত করলে ছবির সত্বাধিকারির নাম উল্লেখ করা
- লেখার ক্ষেত্রেও তথ্যসূত্র যদি থাকে তা উল্লেখ করা
লেখা বাতিলের কারণঃ
- উপরোক্ত নিয়মাবলি না মানা হলে
- লেখার মান যথাযথ না হওয়া
- কপি কন্টেন্ট
- পূর্বে অন্য কোনো পত্রিকা/জার্নালে প্রকাশিত লেখা (তবে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেইসবুক,টুইটার ইত্যাদি ব্যতিত)
লেখা পাঠানোর ঠিকানাঃ
yourbdlad@gmail.com অথবা আমাকে ক্লিক করুন
বিশেষ দ্রষ্টব্যঃ- আপনার প্রেরিত লেখা যদি ম্যাগাজিনে প্রকাশের জন্য নির্বাচিত হয়ে থাকে, তবে আপনাকে ই-মেইলের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।
পরিশেষে, আপনার জন্য রইলো ঢের শুভকামনা……