ভুলে ভরা সাড়ে দশ বিলিয়ন ডাকটিকিট
স্ট্যাচু অব লিবার্টির বিলিয়ন কপি এরর ডাকটিকিট
ডাকটিকিটে সাধারণত দেশের পরিচিতি বহন করে। তাই বিভিন্ন দেশ তার ডাকটিকিটের জন্য দেশের প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তি, স্থান বা দ্রষ্টব্য বিষয়কে বেছে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করলে প্রথম যে ছবিটা সবার মনে ভেসে ওঠে তা হল স্ট্যাচু অব লিবার্টি। ফরাসীদের উপহার দেওয়া এই মূর্তিটা মুক্ত বিশ্বের প্রতিক। মার্কিনীরাও এই মূর্তি নিয়ে গর্ব করে। তাই স্ট্যাচু অব লিবার্টির ছবি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক ডাকটিকিট প্রকাশ করেছে।
২০১০ সালের পহেলা ডিসেম্বর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ স্ট্যাচু অব লিবার্টির ছবি দিয়ে একটা ফরএভার ডাকটিকিট প্রকাশ করে। প্রকাশ পাওয়ার তিন মাস পরে জানা গেল যে ডাকটিকিটের ছবিটা আসল স্ট্যাচু অব লিবার্টির নয় বরং যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত নিউ ইয়র্ক – নিউ ইয়র্ক হোটেল এণ্ড ক্যাসিনোর সামনে স্থাপিত স্ট্যাচু অব লিবার্টির একটা রেপ্লিকা।
যেহেতু ডাকমাশুল পরিবর্তনের সাথে এই ডাকটিকিট সম্পর্কবিহীন তাই এই ডাকটিকিটটি ছাপাও হয়েছিল প্রচুর সংখ্যক। সঠিক সংখ্যা বলতে হলে বলতে হয় মাত্র সাড়ে দশ বিলিয়ন (উইকিপিডিয়া) পিস। কোনও ডিজাইন এরর (design error) ডাকটিকিট এত বেশী সংখ্যক আর কখনই প্রকাশিত হয়নি।
ভুল ধরার পরে ডাক বিভাগ নিজেদের জাস্টিফাই করার জন্য বলেন যে দুইটা ছবি একই রকম হওয়ার জন্য এই অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে তবে মানুষজন ব্যাপারটা ভাল ভাবেই নিবে আর লাস ভেগাসের মানুষজন নিশ্চয় গর্ববোধ করবে। এছাড়া এই নকশা ডাক বিভাগে একটা নতুন মাত্রা এনে দিবে।
২০১৪ সাল পর্যন্ত বিক্রি হওয়া এই ডাকটিকিট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ ৭০ মিলিয়ন ডলার উপার্জন করে।
ঐ মূর্তির ভাস্কর রবার্ট ডেভিডসনও (Robert Davidson) নিশ্চয় গর্ববোধ করেছেন তবে বিষয়টি ভাল ভাবে নেননি। ২০১৩ সালে তিনি ডাক বিভাগের বিরূদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগে মামলা করেন। মামলায় ডাক বিভাগের আইনজীবী বলেন যে উভয় মূর্তি এতই অভিন্ন যে ভুল হওয়া খুব স্বাভাবিক। কিন্তু ডেভিডসনের আইনজীবী তার বিরোধিতা করে বলেন যে তার মক্কেলের মূর্তি একদমই আলাদা। এই মূর্তি দেখতে অনেক কম বয়সী, উত্তেজক এবং আবেদনময়ী (fresh faced, sultry and sexier) কাজেই ভুল করার প্রশ্নই আসে না। দুই পক্ষের বক্তব্য শোনার পর ২০১৮ সালের জুলাই মাসে ফেডারেল জাজ এরিক ব্রাগিংক (Eric Bruggink) মতামত দেন যে, ডেভিডসনের নকশা একটি মৌলিক সৃজন এবং ডাক বিভাগকে আদেশ করেন ডেভিডসন কে সাড়ে তিন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
Written by: Akhlaqur Rahman