March 29, 2025
ডাকটিকিট

সবচেয়ে বয়সী ব্যক্তিকে নিয়ে প্রতিযোগীতা

বানান ভুলে ভেস্তে গেলো আনন্দ উদযাপনঃ

কলম্বিয়া থেকে সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাভিয়ার পেরেইরার (১৭৮৯ – ১৯৫৬) ডাকটিকিট প্রকাশের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মনে করল যে আমরাও বা পিছিয়ে থাকি কেন?

সোভিয়েত ইউনিয়নের রাজ্য আজারবাইজানের মাহমুদ বাগির অগলি আইভাজভ (Mahmud Bagir Ogly Aivazov) নামে একজন কৃষক আছেন যার বয়স ১৪৮ বছর চলছে। তাই ১৯৫৬ সালের পহেলা ডিসেম্বর তারিখে তার ১৪৮তম জন্মদিনে সোভিয়েত ইউনিয়ন ৪০ কোপেক মূল্যমানের সবুজ রঙের একটি ডাকটিকিট প্রকাশ করে – পৃথিবীর সবচেয়ে বয়সী জীবিত ব্যক্তি হিসাবে।

প্রকাশিত হওয়ার পর দেখা গেল যে সামান্য একটু বানানের ভুলে নামটা মাহমুদ এর পরিবর্তে হয়ে গেছে মুহাম্মদ। কাজেই নামের বানান ঠিক করে কয়েক মাস পরে আবার ডাকটিকিটটা পূণরায় প্রকাশ করা হয়।

ডাকটিকিট দুইটা আলাদা করার সহজ উপায় হল, ছবির নিচের বামদিকে ১৪৮ এর পাশে তাকালে ভুল নামের প্রথম প্রকাশে তিন লাইনে লেখা দেখা যায় কিন্তু দ্বিতীয় প্রকাশে ১৪৮ এর পাশে দুইটি লাইনে লেখা দেখা যায়।

Written by: Akhlaqur Rahman

Let's share this post
error: