কঙ্কাল যখন যোদ্ধা
ডাকটিকিটের মজার কথা – ৩
By – Akhlaqur Rahman
যোশে গুয়াডেলুপ পোসাডা (Jose Guadelupe Posada) ছিলেন একজন শিল্পী। জন্ম ১৮৫২ সালে মেক্সিকোতে।
মেক্সিকান বিপ্লব (১৯১০) এর আগে তিনি অসংখ্য বিদ্রুপাত্মক ছবি এঁকেছেন। তার ছবিতে তিনি ধনিক শ্রেণীকে মূলত কংকালের আদলে আঁকতেন। তার সবচেয়ে বিখ্যাত ছবি লা ক্যালাভেরা ক্যাটেরিনা (La Calavera Catrina) নিচে দিলাম।
বিপ্লবের কিছুকাল পরে ১৯১৩ সালে অনেকটা নীরবে তিনি মৃত্য বরণ করেন।
১৯৬৩ সালে তার মৃত্যুর পঞ্চাশ বছর পূর্তিতে একটি ডাকটিকিট প্রকাশ করা হয়। তার কাজের প্রতি শ্রদ্ধা রেখে ডাকটিকিটে ডন কুইজোট (Don Quixote) এর সেই বিখ্যাত দৃশ্য যেখানে ডন তার ঘোড়ায় চেপে একটা উইন্ডমিলকে আক্রমণ করে, সেই ছবিটা কংকালে আঁকা হয়।