বোকা পাখির মরণ কথা
ডাকটিকিটের মজার কথা – ২
By – Akhlaqur Rahman
১৬৪৪ সালে ওলন্দাজ (Dutch) অধিবাসীরা যখন মরিশাস (Mauritius) দ্বীপে বাসস্থান স্থাপন করে তখন তারা বিস্ময় নিয়ে দেখল যে অনেকটা হাঁসের মত দেখতে কিন্তু তিন-চার ফুট উচ্চতার আর পনের-বিশ কেজি ওজনের অজানা একটা প্রাণী সেই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। উড়তে পারে না আবার মানুষ দেখেও সরে যায় না।
আর কী! মারো গুলি – ভরো পেট।
ফলস্বরূপ, একটি নতুন প্রাণী আবিস্কারের মাত্র পঞ্চাশ বছরের মধ্যে এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।
এই বোকা প্রাণীটার নাম হল ডোডো (Dodo)। এই প্রাণী থেকেই ইংরেজিতে প্রবাদ এসেছে ‘As dead as a Dodo’।
১৯৫০ সালে মরিশাস এই ডোডোর ছবি দিয়ে বিশ্বের প্রথম একটি ডাকটিকিট প্রকাশ করে। সেই ছবিতে মরিশাসের মানচিত্রের উপর একটা ডোডো দেখতে পাওয়া যায়।
খেয়াল করলে দেখতে পাবেন যে মানচিত্রের উপর দিয়ে মরিশাসের অক্ষাংশ দেখানো আছে একুশ ডিগ্রী, যদিও প্রকৃতপক্ষে মরিশাসের অক্ষাংশ হবে বিশ ডিগ্রী।