December 23, 2024
ডাকটিকিট

জার্মান ডাকটিকিটে প্রেমের বহিঃপ্রকাশ

ডাকটিকিটের মজার কথা – ১

By – Akhlaqur Rahman

ছোট্ট করেই শুরু করছি…

১৯০০ সালে জার্মানির সম্রাট ছিলেন কাইজার উইলহেল্ম (Kaiser Wilhelm) ।

তিনি মঞ্চ নায়িকা আন্না ফুহরিং (Anna Fuhring) কে দেখে এতটাই ফিদা হয়েছিলেন যে তিনি আদেশ করেন যে আন্নার ছবি দিয়ে জার্মানিয়া (Germania) বা আদর্শ জার্মান নারীর ডাকটিকিট প্রকাশ করার।

১৯০০ সাল থেকে ১৯২২ সাল পর্যন্ত প্রকাশিত এই ডাকটিকিট জার্মানির দীর্ঘতম সময় ধরে প্রকাশিত সাধারন (definitive) ডাকটিকিট।

Let's share this post
error: