দেড়শ বছরের ব্যক্তি জাভিয়ার পেরেইরা
By – Akhlaqur Rahman
বলা হয়ে থাকে যে জাভিয়ার পেরেইরা (Javier Pereira) ১৭৮৯ সালে জন্মগ্রহণ করেন। কাজেই ১৯৫৬ সালে যখন তিনি মৃত্যুবরণ করেন, তখন তার বয়স হয়েছিল ১৬৭ বৎসর। পেরেইরা ছিলেন একজন জেনু ইন্ডিয়ান (Zenu Indian)। সম্ভবত, সবচেয়ে বেশী বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন।
তার কাছে যখন তার দীর্ঘজীবনের রহস্যটা কি তা জানতে চাওয়া হয়, তিনি বলেন, ‘কোকো বিন চিবাও, অনেক কফি খাও, মাঝে মাঝে লম্বা একটা চুরুট ধরিয়ে টানো আর কখনও দুশ্চিন্তা কোরো না।’
ইতিহাসবিদদের নেয়া সাক্ষাৎকারে তিনি ১৮১৫ সালের কার্টাজেনার যুদ্ধ (Battle of Cartagena), ইন্ডিয়ানদের বিরোধ বা প্রাচীন দুর্ভিক্ষ সম্পর্কে অনেক তথ্য জানান।
মাত্র চার ফুট চার ইঞ্চি লম্বা আর পচাত্তর পাউন্ড ওজনের পেরেইরা একবার নিউ ইয়র্ক শহরে এসেছিলেন, একদল বিশেষজ্ঞ ডাক্তারের আমন্ত্রণে।
তখন তার মুখে একটাও দাঁত ছিল না কিন্তু চুলগুলো ছিল সবই বাদামী। একজন ডাক্তার মন্তব্য করলেন যে ওনাকে দেখে দেড়’শ বছরের মনে হয় তবে ডাক্তারী পরীক্ষায় দেখা গেল রক্তচাপ আর হৃদপিণ্ড যেন একটা যুবকের, সহজেই একপায়ে দাঁড়িয়ে থাকতে পারেন, হাঁটতে পারেন কয়েক ব্লক পথ অথবা সিড়ি ভাঙতে পারেন কয়েক তলা।
তার পাঁচটা বউ ছিল কিন্তু শুধু বউরা নয়, তার সন্তানরাও পেরেইরার আগেই মৃত্যুবরণ করে। বলা হয় তার শেষ নাতিও ১৯৪১ সালে ৮৫ বছর বয়সে মারা যায়।
১৯৫৬ সালের ৩০শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তার কিছুদিন পরে, সেই বছরই কলোম্বিয়া তার ছবি দিয়ে দুইটি ডাকটিকিট প্রকাশ করে।