বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ্ এর রৌপ্যমুদ্রা
By: Al Bakar
১ টঙ্কা (১ টাকা) মূল্যমানের রৌপ্যমুদ্রাটি বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ্ এর শাসন আমল (৭৪৩- ৭৫৮ হিজরী/ ১৩৪২- ১৩৫৭ খ্রীষ্টাব্দ) এ মুদ্রিত। আরবি ভাষায় মুদ্রিত মুদ্রাটির এক পিঠে রয়েছে পদবি সহ সুলতানের পূর্ণ নাম এবং অপর পিঠে রয়েছে টাকশালের নাম ও মুদ্রনের সময়কাল। মুদ্রাটি বর্তমান বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার অবস্থিত তৎকালীন সোনারগাঁও টাকশাল থেকে ৭৫৩ হিজরীতে/ ১৩৫৩ খ্রীষ্টাব্দে মুদ্রিত।
উল্লেখ্য, শামসুদ্দিন ইলিয়াস শাহ্ বাংলার সর্বপ্রথম স্বাধীন সুলতান যিনি প্রায় সমগ্র বাংলায় তার আধিপত্য বিস্তার করতে সক্ষম হন এবং তৎকালীন অবিভক্ত বাংলাকে তিনিই সর্বপ্রথম “বাঙ্গলা” নামে অভিহিত করেন বলে ধারনা পাওয়া যায়। এখন পর্যন্ত প্রাপ্ত মুদ্রার ভিত্তিতে ৭৫৩ হিজরী উল্লেখিত মুদ্রাই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ্ এর নামাঙ্কিত সোনারগাঁও টাকশাল থেকে মুদ্রিত সর্বপ্রথম মুদ্রা।