December 23, 2024
ধাতব মুদ্রা

বাংলার স্বাধীন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এর মুদ্রা

By – Al Bakar

এক টঙ্কা (১ টাকা) মূল্যমানের রৌপ্যমুদ্রাটি বাংলার স্বাধীন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এর শাসন আমল (৯২৫- ৯৩৮ হিজরী/ ১৫১৯- ১৫৩১ খ্রীষ্টাব্দ) এ মুদ্রিত। আরবি ভাষায় মুদ্রিত মুদ্রাটির উভয় পিঠজুড়ে রয়েছে পিতার নাম সহযোগে সুলতানের পূর্ণ নাম এবং টাকশালের নাম ও মুদ্রণের সময়কাল। অত্যান্ত দুর্লভ এই মুদ্রাটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত তৎকালীন চাটগাঁও টাকশাল থেকে ৯৩৩ হিজরী/ ১৫২৬ খ্রীষ্টাব্দে মুদ্রিত।

উল্লেখ্য, হোসেন শাহী বংশোদ্ভুত সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্‌ এর সুযোগ্য পুত্র ও বাংলার সফলতম স্বাধীন সুলতানদের মধ্যে একজন।

Let's share this post
error: