December 22, 2024
ধাতব মুদ্রা

পবিত্র কুরআনে উল্লিখিত ঐতিহাসিক যুদ্ধের মুদ্রা

By – Naim Al Tahsin

নিজের চোখকেই যেনো বিশ্বাস করাতে পারছিনা !!!
হাত-পা কাঁপছে রীতিমতো এই ভেবে যে পবিত্র কোরআনে উল্লেখিত প্রেক্ষাপটের মুদ্রাটি নিজের হাতে ধরে আছি!!!
ভোরে পবিত্র কুরআনের ৩০ নম্বর সুরা “আর রূম” পড়ছিলাম। বর্তমান ইতালীর কথা মাথায় ঘুরপাক খাওয়াতেই এই সুরা পড়ার ইচ্ছে জেগেছিল। যেহেতু ইতালীর রাজধানীর নামও রোম।।
সুরা রূম এর ২য় আয়াতে রোমান এবং প্রাচীন ইরানের মধ্যকার যুদ্ধের কথা বলা হয়েছে যে, পার্সিয়ানদের বিজয় হয়েছিলো রোমানদের বিপক্ষে। মূলত পার্সিয়ান সম্রাটও কোনো মুসলিম ছিলেন না, তারা ছিলো জরথুস্ট্র ধর্মের অনুসারী।
ইতিহাস অনুযায়ী সেই ঐতিহাসিক যুদ্ধটি খুবই ভয়াবহ ছিলো যার একদিকে ছিলো রোমান সম্রাট হিরাক্লিয়াস এবং অন্যদিকে ইরানের সম্রাট খসরু পারভেজ। যে যুদ্ধ সংগঠিত হয়েছিলো ৬০৩ খ্রিস্টাব্দে। এবং এই যুদ্ধের প্রেক্ষাপট সুরা আর রূম এ উল্লেখ আছে। সুরাটির অর্থ হলো রোমান সম্রাজ্য।

এখন মজার ব্যাপার হলো, ছবিতে যে রুপার মুদ্রাটি আছে এটি হলো সেই ঐতিহাসিক যুদ্ধের একজন সম্রাট খসরু পারভেজ এর শাসনামলের। যার ছবি মুদ্রায় খোদাই করা আছে। উনার শাসনের সময়কাল ছিলো ৫৯০-৬২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত।

ইতিহাসের এমন একটি বিরাট তাৎপর্যপূর্ণ মুদ্রা আমার হাতে স্পর্শ করার পর যদি শরীরের কাঁপুনি না আসে, তবে নিঃসন্দেহে আমাকে ডাক্তার দেখানোর দরকার ছিলো!!!

Let's share this post
error: