আমাদের সম্পর্কে
“BDLAD MAGAZINE” এর মাধ্যমে আমরা মানুষের নানাবিধ শখকে ফুটিয়ে তুলতে চেয়েছি সারা বিশ্ববাসির কাছে। যেনো মেধার নতুন দিকগুলোকে আরো ভালোভাবে উন্মোচন করতে পারি। ২০১৯ সালে প্রথম এই কার্যক্রমের সূচনা হয়, কিন্তু নানা প্রতিকূলতার কারণে ২০২০ সালের শুরুতে এসে তা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২০ সালের শেষ লগ্ন থেকে আবারো নতুন উদ্যমে নতুন পরিকল্পনায় ২০২১ সালের জানুয়ারিতে আবারো যাত্রা শুরু হয় বাংলা ভাষায় শখ বিষয়ক সর্ব প্রথম অনলাইন ম্যাগাজিনের।
“BD LAD” এর প্রধান উদ্দেশ্যই হলো মানুষের নানাবিধ শখে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের মানষিক উৎকর্ষতা বৃদ্ধি করা পাশাপাশি আনন্দের ছলে জ্ঞান বিতরণ করা। ইন-শা- আল্লাহ আমাদের নানা উদ্যোগ ভবিষ্যতেও জারি থাকবে।