কতটা ছোট বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম রাস্ট্র লিখটেনস্টাইন
By – Naim Al Tahsin
Liechtenstein…!!! নামটা মুখস্থ করতে কতবার যে যিকির করতে হয়েছে আল্লাহ মালুম। ওই “মিথ্যা তুমি দশ পিপড়া” এর মতন অবস্থা কিছুটা। তবে এখানে অ-স্পষ্টতর পরিলক্ষিত হচ্ছে যে “মিথ্যা তুমি দশ আইনস্টাইন” যাইহোক এতো মেলাতে চাইনা। ফাজলামুর অংশ শেষ! এবার মিস্টার বিনের মতো চোখের মধ্যে ম্যাচের কাঠি দিয়ে দুই পাতাকে মেলে রাখুন!
আমরা সাধারণত লিচটেনস্টেইন/স্টাইন বলেই উচ্চারণ করে থাকি। কিন্তু দেশটির অফিশিয়াল জার্মান ভাষায় কিভাবে নামটি উচ্চারিত হয় সেটি খুঁজতে গিয়ে দেখলাম সব ঠিকই আছে শুধু মাঝের CH এর উচ্চারণটা বেশ মজার। জার্মান ভাষায় CH এর উচ্চারণ বাংলা “খ” এর মতো। তবে আবার হুট করে বলে দেয়া “খ” নয়। তাহলে মজা কিসের?!
মনে করুন আপনার গলার মধ্যে কফ/সর্দি জমে আছে, এবার সেই কফ দিয়ে গরগরা করে “খ” উচ্চারণ করতে হবে। মানে একেবারে গলা থেকেই উচ্চারণটা বেরুতে হবে।
এবার আমার সাথে জোরে জোরে বলুন “লিখ্-টেন-স্টাইন”। এভাবেই দু-দন্ড জপতে থাকুন।
আয়তনে ১৬০ বর্গ কিঃমিঃ, বিশ্বের ৬ষ্ঠ ছোট দেশ। যা বাংলাদেশের অনেক উপজেলা থেকেও ছোট। এর রাজধানীর নাম উচ্চারণেও জটিলতা রয়েছে।
“Vaduz” কিন্তু উচ্চারণ হবে “ফাদুৎস্”।
আমার সংগ্রহের এই নোটটি ১৯২০ সালের, মূল্যমান ৫০ হেলার। শুধুমাত্র ঐ বছরই “লিখ্-টেন-স্টাইন” তাদের ইতিহাসের প্রথম এবং শেষ ৩টি মূল্যমানের নোট বের করে ১০,২০ এবং ৫০ হেলার। তবে তখন ধাতব মুদ্রার আধিক্য ছিল।
বর্তমানে এই দেশ (Switzerland) সুইৎজারল্যান্ডের “সুইস ফ্রাংক” ব্যবহার করে থাকে।