পাকিস্তানের ডাকটিকিটে কবি নজরুল
১৯৪৭ – ৭১ এই চব্বিশ বছরে সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যের আচরন করে গেছে। ফিলাটেলীও এর ব্যতিক্রম নয়। চব্বিশ বছরে পাকিস্তান ২৯৬টি ডাকটিকিট প্রকাশ করলেও এর মাঝে মাত্র ৫১টি ডাকটিকিট ছিল পূর্ব পাকিস্তানের সাথে সম্পর্কযুক্ত।
পূর্ব পাকিস্তানের একমাত্র যে ব্যক্তিত্ত্বকে পশ্চিম পাকিস্তান ডাকটিকিটের বিষয় হিসাবে গ্রহণ করেছিল সে হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেটাও পাকিস্তান সৃষ্টির দুই দশক পরে, ১৯৬৮ সালে।
১৯৬৮ সালে দুই পাকিস্তানের দুই কবি ইকবাল আর নজরুলের জন্মদিনে ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক ২১শে এপ্রিল, ১৯৬৮ সালে ইকবালের উপর দুইটি ডাকটিকিট প্রকাশিত হয়। এবার পালা নজরুলের।
নজরুলের ডাকটিকিট দুইটির নকশা একই তবে দুইটি দুই রঙের এবং দুই মূল্যমানের। নকশার মূল অংশ নজরুলের আবক্ষ ছবি, পাশে তার বিখ্যাত কবিতার তিন লাইন আর উপরে দুই লাইনে লেখা
BIRTH ANNIVERSARY OF KAZI NAZRUL ISLAM
BORN 25TH MAY 1889।
২৫শে মে, ১৯৬৮ সালে প্রকাশের জন্য ডাকটিকিট ও উদ্বোধনী খাম ছাপানোর পর দেখা গেল যে ডাকটিকিটে কবির জন্ম তারিখ লেখা আছে ২৫শে মে, ১৮৮৯ যদিও সালটা হবে ১৮৯৯।
অগত্যা ডাকটিকিট প্রকাশ স্থগিত করে নতুন করে ডাকটিকিট ও উদ্বোধনী খামের নকশা করা হল। নতুন প্রকাশের তারিখ ২৫শে জুন, ১৯৬৮।
জন্মদিনের একমাস পরে তো আর জন্মদিনের ডাকটিকিট প্রকাশ পেতে পারে না! তাই ডাকিটিকিটের দুই লাইনের লেখা বদলে তিন লাইনে লেখা হল
KAZI NAZRUL ISLAM
POET AND MUSICIAN
(b. 25TH MAY 1899)
এই ডাকটিকিট পশ্চিম পাকিস্তানের অজ্ঞতা এবং অবজ্ঞার একটি স্মারক দলিল। নজরুলের ‘মানুষ’ কবিতার প্রথম দুই লাইন হচ্ছে
‘গাহি সাম্যের গান –
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’
কিন্তু পাকিস্তানি ডাকটিকিটে লেখা আছে,
গাহি সাম্যের গান
মানুষের চেয়ে নাহি কিছু বড়
নাহি কিছু মহীয়ান।
Written by. Akhlaqur Rahman